Friday, 1 December 2023

দিশা হারায় যখন


 *দিশা হারায় যখন*


সময় যদি গোপন রাখি তফাৎ দেখে নিও-
সন্ধে যখন রাত্রি হলো হঠাৎ থেমে যেও।

আসতে যখন বাগান পথে হতই  কোনো ভোর,
ঘুমের আভাস থাকতো মনে কেটেই যেত ঘোর।

থাকবো ভেবেই আশকারা নিই বাকি বা কি রাখি-
তোমার হয়ে থেমে গিয়েই ফিরে যেতেই থাকি।

সঙ্গে থাকা বিশেষ কিছু আত্ম প্রয়োজন,
তুমি আমার বন্ধু আগের আপন প্রিয়জন।

হয়তো কোথাও যাবার কথায় একাই ফিরে যাও,
জীবন বোধহয় নরম ভীষণ আগেই বুঝে নাও।

#আরিয়ান প্রিয়স পাল

No comments:

Post a Comment

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...