Thursday, 2 November 2017

নরক



বহুকাল থেমেছে অগ্ন্যুৎপাত
ধ্বংস হওয়া প্রাচীনের শহর ৷

নদীর বুকে তাতছে পোড়া  মালসা৷

এতদিন যে পথে চলেছি
সে পথে চেরা শরীরের গর্ত

যা ফিরিয়ে আনে অতীতে দুর্ভিক্ষ৷
সাবধানে চলো৷পথ জুড়ে হিংস্র খুলি,
দিচ্ছে বেচে দেওয়া শর্ত ৷ প্রলোভন অনুভূতি ৷

শয়তান দেব নামিয়ে গেছেন ঘড়া

এই তো সেদিন তুমি মারলে আমায়,
সে সব ভুলে আমরা আজ বন্ধু ৷

এক জোনাকি আলোর সন্ধে তোমায় দিলাম৷

কোন বিকেল ফুল সাজিয়ে দিলাম খোঁপায়,
চোখের কোনে চাপা লাল রক্ত বিন্দু ৷

মাংসপিণ্ড আগলে ডোমের বংশ জাতোই
ছাই ভেসে গেছে বৃষ্টির জলে৷ এখন কি উপায়!

একটা নরক৷দুজনের জায়গা হবে না থাকার ??

©অারিয়ান প্রিয়স

অনুরাগ



কতটাই বা জমলো ব্যথা- ফিতে দিয়ে করছো মাপ,
হৃদয় ক্ষতে রক্ত ক্ষরণ কপাল গোণে নিম্মচাপ ।

খুব ভোরে সে মাখলো আদোর, চাদর দিয়ে ঢাকছো তাই,
মেঘ পাঠালো খেতাব তোমায়,প্রশ্ন করে জবাব চাই

হঠাৎ তোমার চুল ভিজেছে, ঝড়কি তবে আসতে চায়
জিদ্দি তবে সাঁঝের আলোই, ঝুকিয়ে মাথা ফুল কুড়ায়

তারার দলে শোক নেমেছে বৃষ্টি হতে কি বা দোষ,
জ্যোৎস্না আলো মাখলে কাদা মাটির মনে অসন্তোষ ।

জল জমেছে ঠোঁটের কোনায় লিপস্টিকে কি ভরবে মন
স্মৃতির ক্ষতে একলা শুয়ে বৃষ্টি এলে ভিজবো'খন....

আরিয়ান প্রিয়স

অনবদ্য কিছু ক্লিক









তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...