Wednesday, 25 August 2021

ঋদ্ধি

 

*ঋদ্ধি*

ঠোঁটের ভুলে রেহাই রেখে  স্বপ্ন ঘিরে আসে যেই
বোঝে না সে দেহের ভাষা জেহাদ মাখে সীমানাতেই।

তফাৎ তুমি যতই রাখো জানবে তবে আপন জনে,
কথার বিকাশ উঠলে মনে সুর ঝরাবে গলা টেনে।

জন্ম যখন স্তুপেই থাকে মৃত্যুর কারণ অনেক পরে
আসতে পারো প্রহর মেপে নাবিক যদি জাহাজ ধরে।

আমিও যদি তোমায় দেখি হাসি রেখো কথার ফাঁকে
রেলের মুখের আওয়াজ থেকে তাল ধরিও কবিতাতে।

একটা করে শ্রাবণ গেলে বৃষ্টি রেখো পরে মাসে 
পুজো তবে কাছেই এলে শপিং সেরো শীতের শেষে।।

#আরিয়ান প্রিয়স পাল

সুরোজিৎ

 

*সুরোজিৎ*

শেষ বিকেলের মধ্যভাগে আকাশ যখন মেঘলা 
সবাই তখন দূরের খোঁজে অন্ধ রাতের একলা

শিরশিরিয়ে বাতাস বয় ঠাওর করা সন্ধ্যে
দেহের ভেতর রক্ত সুতো লুকোয় কেবল রন্ধ্রে।

আমিও জানি চশমা দূরের প্রশ্নগুলো সত্য
দাড়ির ওপর ঠোঁটের কোনের প্রকাশ পাওয়া শক্ত।

কি প্রয়োজন তোমার যখন স্তুপেই রাখা শরীর
পাঁজর যদি স্বপ্ন দেখায় ভাঙবে তবে প্রাচীর।

সে এখনও তোমায় বোঝে, কথায় কথা বাড়ে 
আষাঢ় যেতে ভাদু এলো, তবু শ্রাবণ ঝরে।।

#আরিয়ান প্রিয়স পাল

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...