*সায়নি*
তবে ভাবি আমিও যাবো মিশবো মনের ধুলোয়
মুছবো তোমার ক্ষতের দাগও ঢাকবো তাকে তুলোয়।
চেহারা খানা কি করেছো, বদলে গেছো পুরো
রুমাল তবে নাও না এখন, একই ছিলে ছাড়ো।
বলবো ভেবেই সেদিন তোমার এসেছিলাম কাছে
একলা থাকা হয় কি বলো এভাবে কেউ বাঁচে!
তা আর বলা হলোটা কই ছেড়ে দিলাম তোমায়,
ভালোবাসি বললে মনে কেমন যেন শোনায়।
তফাৎ বুঝে পেরিয়ে সাগর স্রোতের মুখে আছি
ফিরে চলো বলছে আকাশ ভেসে ভেসেই বাঁচি...
#আরিয়ান প্রিয়স পাল

No comments:
Post a Comment