*শ্বেতা তোমাকে*
সদ্য তোমায় কাছে পাওয়ার আভাস যখন পাই,
নিজের ভেতর নিজেই বসে গোপন থেকে যাই...
ঠোঁটের নীচে ফিকে হাসি এমন কাজে ধন্যি,
আমার ভেতর তোমায় রেখে শুধুই গড়া সন্ধি।
রাত যদিও সহজ হতেই আভাস ফেরায় সঙ্গীত,
মেঘের সাথে গোপন আলাপ ভরসাটুকু রক্ষিত।
তবে ভীষণ কঠিন জেনেই চোখে পলক রাখি,
একটু এবার সরেই বসো তোমায় আরো দেখি।
খয়েরি মাটি সবুজ হলেই মধ্যে ফিরে আসি,
ভালো করে যত্ন নিলেই, বলো ভালোবাসি...

No comments:
Post a Comment