Monday, 9 November 2020

শতরূপা

*শতরূপা*

একটু যদি ফেলেই রাখো মন
অবাক করা বিভক্ত সংকেত
কথার বিচার বিপাক বঞ্চন
চোয়াল জুড়ে  ঠাওর করা ভেদ।

কি প্রয়োজন জোনাকি বিদ্যুৎ
বিপথে যে পরিচিতের নাম
মনের কোনে রয়েই গেলে খুঁত
ঠোঁটে গোড়ায় ভালোবাসার খাম।

একটা চিঠি পাঠিয়ে যদি ফেলি
নয়তো থাকুক অন্য কিছুর ঝোঁক
গভীর রাতে সহ্য করা কালি
সিলিং ছোঁবে একলা দুটো চোখ।

না পাঠকের লাগতে পারে ভালো
এইতো আমার প্রচন্ড বদ অভ্যাস
কষ্টগুলোয় বালিশ ভেজা ভালো
সকালে এলে মুক্ত হবে শ্বাস।

#আরিয়ান প্রিয়স পাল

No comments:

Post a Comment

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...