Monday, 21 September 2020

কেদারা




 *কেদারা*

একটা বন্দি ঘর। চারিদিক বন্ধ।
থাকা হয় আমি আর ঠাকুমার!
মাঝের অন্ধকারে গুমোট গন্ধ 
গিনজি প্রভাত বদ্ধ জানালার।

শৈশব খেলনায় মৌলিক সিন
আসলে সব আভাস, বেশ কাল্পনিক।
যেটুকু প্রেম অনেক গোপন ঋণ,
বিকন্ঠী আওয়াজ, পুরোটাই ক্ষনিক।

রাতের আলোয় জোড়াফুল ভাসমান
তারার মতো ক্লান্ত হচ্ছে ততো!
বিড়ির স্বাদে সিগারেটে সুখটান
সময় এখন অ্যাস্ট্রে ভরায় না তো!

এমন করে অনেক বছর কাটে
জীবন ঘেসে ঝিম হয়ে যায় পাড়া।
আসল কথায় স্বপ্ন বিপদ ঘটে
সাক্ষী থাকে ভগ্ন কেদারা।

#আরিয়ান প্রিয়স পাল

No comments:

Post a Comment

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...