*সৃজিৎ*
দেওয়াল তখন অন্ধকারে। আলো কোথাও নেই-যে
বৃষ্টি এবার ডিসেম্বরে ফিরবে ঘরে ভিজে!
গালের ওপর স্রোত বয়ে যায় চশমাটুকু ফিকে,
চোখের পড়ে ঠোঁট নেমেছে নাক বরাবর দিকে।
মূর্তিগুলো আবছা হতেই হয়তো গোপন করে,
মাথার ওপর রক্ত জমে ফাজলামিটা ঘোরে।
সবাই যখন দিনের শেষে ফিরছে হাসি মুখে
ছবির সাথে পাল্লা দিয়ে পোস দিচ্ছে সুখে
মিষ্টি সুরে গান ধরেছে কান পাতে বা কিসে,
ঠোঁটের কোনায় ঘুগনি ঝরে চাইমিনেতে মিশে!!
বয়স বোধহয় একশো আশি। হাজার কোটি লাইট,
নামটা শুনে বেশ লেগেছে লম্বা আছে হাইট।।
#আরিয়ান প্রিয়স পাল
দেওয়াল তখন অন্ধকারে। আলো কোথাও নেই-যে
বৃষ্টি এবার ডিসেম্বরে ফিরবে ঘরে ভিজে!
গালের ওপর স্রোত বয়ে যায় চশমাটুকু ফিকে,
চোখের পড়ে ঠোঁট নেমেছে নাক বরাবর দিকে।
মূর্তিগুলো আবছা হতেই হয়তো গোপন করে,
মাথার ওপর রক্ত জমে ফাজলামিটা ঘোরে।
সবাই যখন দিনের শেষে ফিরছে হাসি মুখে
ছবির সাথে পাল্লা দিয়ে পোস দিচ্ছে সুখে
মিষ্টি সুরে গান ধরেছে কান পাতে বা কিসে,
ঠোঁটের কোনায় ঘুগনি ঝরে চাইমিনেতে মিশে!!
বয়স বোধহয় একশো আশি। হাজার কোটি লাইট,
নামটা শুনে বেশ লেগেছে লম্বা আছে হাইট।।
#আরিয়ান প্রিয়স পাল

No comments:
Post a Comment