Thursday, 5 September 2019

তখন তোমার ঠোঁট পাবে না

*তখন তোমার ঠোঁট পাবে না*

বৃষ্টি ঝরে দেহের ক্ষতে।লোহা চুড়ের ধুলো নিয়ে
চামড়া ভারে হৃদয় ঢেকে হচ্ছে তাকেই খুঁড়ে লুট
সেবার তবে কালির স্বাদে বিষাদ আতর দিয়ে
নখের নীচে ময়লা জমায় ঠোঁটের কোনায় খুঁত।

তখন আমায় বুঝিয়ে দিও গীতের অভিপ্রায়
বিশাল আকাশ বিশেষ কারণ প্রশ্ন শুধু আমির
ওই দেখো ওই দ্বগ্ধ গাছও মৃত্যু অপেক্ষায়
স্পন্দনে তার শরীরের ঘামে,উড়ান আগামীর।

কী ভেবেছো জলের ঘরে প্রবেশ নেবে ভিজে!
তুমি হবে তারই ছায়া থাকবে বিবেক ছুঁয়ে 
খালি হাতে মস্ত পাথর। রক্ত ঝরায় সে যে
লক্ষ্যণে তো শিরায় থামে।শুধুই দেয় চিনিয়ে।

গলছে বরফ।অক্ষশালা।আগুন চিঠির বয়ান
চাদর মুড়ে মেঘলা চুলে চলুক সুতো গোনা
যখন একে স্মৃতি বলে।বলে বিষাদ গান
আমার খবর তোমার ঠোঁটও তখন পাবে না।।

#আরিয়ান প্রিয়স পাল

No comments:

Post a Comment

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...