*আয়েশা*
তার আসা যাওয়ার বন্দরে,পুরোনো গল্পের
ফাঁদ ফেলে রাখে মুক্ত বাতাস।রা করেনি
ক্ষয়ে যাওয়া মেঘের জলরাশি অচিন মেঘ পুঞ্জে।।
বসন্তের আগমনে সেজে ওঠা পাতাবাহারের
ভিড়ে একলা মুছে গেছে দৈনিক তীর্থের কাক।
রুটিন এর অযথা খরচে ফিরে গেছে সেও।
সারি সারি গাছের স্রোতে কেঁপে ওঠে।সেই সাথে
ম ম গন্ধে জেগে থাকে প্রতিরূপ।রূপের ডালায়
নিরাশ মুকুট সেজে-ওঠে সয়ম্বরের নিত্য সুখে।
এখনও দূরের আকাশে থেমে আছে প্রতিধ্বনি
ঝাপসা আপসে নতুন কথার রেশ স্তব্ধ হয়ে
গোলাপি ঠোঁটের নিচে লিপস্টিকে ঝরে গেছে।
মৃগয়াঘ্রাণ আবরণে সয়ে ফেলেছে রাতের ঘুমে
স্বপ্নের সাধ করে কলহের ভ্রমর আক্ষেপে
কেঁপে ওঠা নিস্তব্ধ নিরাকার অমরত্ব ভালোবাসায়।।
#আরিয়ান প্রিয়স(পাল)
No comments:
Post a Comment