Saturday, 12 January 2019

তৃতীয় ভুবন



*তৃতীয় ভুবন*

মানুষটাকে খুব চেনা নেই
'রাত-ভোর' যার প্রথম ছবি
বাংলা ভাষার নতুন সুখে
পুরস্কারে প্রকাশ নবীর।

বেঁচে থাকার রাস্তা জুড়ে
আবার একক খসলো তারা
কুয়াশাতে দিন মেপে দেয়
মৃত্যু পাতার ধুঁকছে যারা।।

শীত যতটা বিষন্ন আজ
গল্প লেখে নখের ক্ষতে
পায়রা প্রাণের বিদায় ক্ষণে
শিকড় মোছে তর্জমাতে।।

দিগন্তে যে অস্ত রোদের
খবর আবার শোক এনেছেন
এইতো সেদিন নীরেন্দ্রনাথ
আজ সেরকম মৃণাল সেন!

আরিয়ান প্রিয়স(পাল)

No comments:

Post a Comment

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...