Wednesday, 1 August 2018

জাফরান চুমু



*জাফরান চুমু*

প্রেমে নৈপুন্য অন্ধবেগ
একে একে প্রকাশ করতে
শুরু করলে,
অনেক কর্কট রাতেও
মধুচন্দ্রিমার আলো চারিদিক
উজ্জ্বল করে তোলা,

পেজা তুলোর মতো শিরা উপশিরাগুলোয় রক্তচাপ বাড়াতে শুরু করে. . .
ব্রহ্মপিশাচের মতো নিংড়ে নেয় শরীরের সমস্ত সুখটুকু।
বর্ষারাতে ভিজে শরীরে রক্ত মাখিয়ে তা চেটে চেটে খায়. .

বুকেপিঠে জাফরান চুমু দিয়ে
অমসৃণ পথ ধরে বসতি প্রেমে খোঁজ ডুব দেয় সাগরের জলে. . .

#আরিয়ান প্রিয়স(পাল)

No comments:

Post a Comment

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...