Tuesday, 22 May 2018

Bright Lips

*Bright Lips*

নীরব রাত,
আমি একাকী বিছানায় বসে
সঙ্গীহীন হয়ে...
আকাশে ভরেছে মৃদু আলোকরাশি,
রয়েছে এক ফালি চাঁদ,
জ্যোৎস্না আলো ভেঙ্গে দিচ্ছে মেঘেদের ফাঁদ।
নির্জন একাকী জানলায় বসে আমি,
পলকহীন দৃষ্টিতে অস্তিত্ব খুঁজে চলেছি তারায় তারায়....
দূর মরীচিকায় হাজারও নক্ষত্রের মাঝে,
সে উজ্জ্বল,উতলা ধ্রুবতারার সাজে।
তার চোখে চোখ রাখলে হঠাৎই হেসে ওঠে সে,
মৃদু বাতাস হয়ে বলে 'আমি আছি তোমারই পাশে,'
বুকের মধ্যে মুখ লুকিয়ে বলে ভালোবাসি,
তখন শত পাথর ক্ষয়ে যায়, ঠোঁট ছোঁয়ায় উষ্ণ আদর রাশি রাশি।
গভীর ঘুমে পৃথিবী হয় অচেতন,
পাশে থাকে সে, সঙ্গী সারাক্ষণ,

এভাবে একসময় হয় ভোর,
কানে ভাসে আজান ধ্বনি, কাকের ডাক
চেনা মানুষ, সূর্য উদয়....
আমি অপেক্ষায় থাকি কখন কাটবে দিনের প্রহর....

@আরিয়ান প্রিয়স(পাল )

No comments:

Post a Comment

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...