*উন্মাদ*
মানুষটাকে খুব চেনা নেই, হাঁটতো হঠাৎ শূন্য দিয়ে,
মেঘের সাথে হারায় ভেসে,আপন মনে থাকত।।
সাগর পাড়ে,নদীর ধাড়ে আসতো যখন জোয়ার ভরে,
তখন সেও একলা জলে ডুব দিয়ে মাছ ধরত ।
ছিলো বোধহয় মাথার ব্যামো,খেয়ালী,অলীক নাকি উন্মাদ ?
অস্থির মনে মেঘ পেতে রোজ কিসব যেন আঁকতো।।
মানুষটাকে খুব দেখিনি,ঘুরে বেড়ায় গভীর জলে,
ভাঙা ঘরে সুযোগ পেলে,খিল দিয়ে দোর আঁটত
মানুষটাকে খুব চিনিনি, ভাড়ার ঘরে ছবির ভেতর থাকত!
খেয়াল বসে স্বপ্নে আসে, চোখের পাতার ঘুম নামাতে
ক্ষাণিক যদি সময় পেতো, স্বপ্ন গুলো মাখতো।।
আরিয়ান প্রিয়স (পাল)
মানুষটাকে খুব চেনা নেই, হাঁটতো হঠাৎ শূন্য দিয়ে,
মেঘের সাথে হারায় ভেসে,আপন মনে থাকত।।
সাগর পাড়ে,নদীর ধাড়ে আসতো যখন জোয়ার ভরে,
তখন সেও একলা জলে ডুব দিয়ে মাছ ধরত ।
ছিলো বোধহয় মাথার ব্যামো,খেয়ালী,অলীক নাকি উন্মাদ ?
অস্থির মনে মেঘ পেতে রোজ কিসব যেন আঁকতো।।
মানুষটাকে খুব দেখিনি,ঘুরে বেড়ায় গভীর জলে,
ভাঙা ঘরে সুযোগ পেলে,খিল দিয়ে দোর আঁটত
মানুষটাকে খুব চিনিনি, ভাড়ার ঘরে ছবির ভেতর থাকত!
খেয়াল বসে স্বপ্নে আসে, চোখের পাতার ঘুম নামাতে
ক্ষাণিক যদি সময় পেতো, স্বপ্ন গুলো মাখতো।।
আরিয়ান প্রিয়স (পাল)
No comments:
Post a Comment