Saturday, 26 June 2021

ভাস্বতী





 *ভাস্বতী*

এ শহরে যদিও কেউ জড়িয়ে থেকে যায়
মধ্য সময় উদাস তুমি মধ্যস্ত কথায়।

আবেগ এখন নতুন জীবন বিচার চাওয়া বারণ
সম্ভবনা সুদূর দিকে সংলাপেতেই জীবন।

এসব তবে শাড়ির পারে বিকাশ ভেঙে দেয়
অল্প জলে শরীর ফেলে কাপড় ঢেকে নেয়

শুরুর দিকে রক্ত গরম প্রেমের প্রথম দিক,
সুযোগ পেলে ঠোঁটের কাজল খবর নেবে ঠিক।

সঠিক লিখন যাই বা হলো জেনে বা কি লাভ
মানুষ ভুলে মানুষ ভোগে রাখে না তার ছাপ।।

#আরিয়ান প্রিয়স পাল

প্রিয়া

 *প্রিয়া*

শহর তোমায় চেনে অযথাই নাবিকের ভীড়ে
ঢেউ জমে মনের ভেতর ভাঙনেতে ধীরে ধীরে

সমাগম অচল লোকে, দিনক্ষণ সুচনাতে
এক সে শালিক যখন একা হয় নিজের থেকে।

হালকা দুলে কিংবা রঙিন টিকে চোখের কাজল
একে একে ঠোঁটে ছুঁয়ে থেকে তবেই দেখায় উজ্জ্বল।

হয়ত কৃষ্ণচূড়া কিংবা ডালিয়ার ঝুড়ি,
এখনতো শ্রাবণ নয়, কি হবে চাঁপার কুঁড়ি!

ক্রমাগত সীমাহীন পাতা ঝরা চৈত্র গোপন,
রোদ, ঝড়, মেঘ, বাতাস এসব নীরব এখন।।

#আরিয়ান প্রিয়স পাল

প্রীতিশা

 *প্রীতিশা*

দালান ঘরে ধর্ম বিবাদ ক্ষমায়
শহর তোমায় আগের মতোই চিনি
শব্দগুলো যখন আকাশ নামায়
রাগ অভিযোগ মুক্ত বাতাস কিনি।

দেওয়াল ভরে ফটক বাছালতা 
ওরাই আবার ডেকরেশন ছলে
সপ্তা নামক মাসিক সরলতা
অনেকে যে ফসল বপন বলে

কঠিন যখন মেঘ ভরানো দোয়াত
কলম তবে নিজেরটুকুই বোঝে
সন্ধি যদি সমাধানের আরোত
প্রশ্ন তখন অভিনেতাই সাজে

পড়াশোনায় নাবিক যদি হতো 
লেখার কাগজ মামলা করে দিতো।
জমত তবে অনেক ছেলেখেলা
থাকতো পড়ে নরম বাদাম ছোলা।।

#আরিয়ান প্রিয়স পাল

স্নেহা(ঘটক)

 *স্নেহা(ঘটক)*

সময় সহযোগ কোনটাই বিপরীত নয়
অনেক তফাৎ এলে প্রতিবার সেটাই হয়

আশা যাওয়া সমাধান এসব আকাশ দেখে কি
আদতে আলো আভাস সবটাই চিরাচরিত সাবেকি

গলোযোগ প্রতিবাদ দূর্ভোগ হৃদয়ের মতো
প্রতিটা অভিযোগ ক্লান্ত নিপীড়িত শারীরিক ক্ষত।

রাস্তাতো আঁধারের জ্যোৎস্নাও থেমে যায় তাতে
দিবসে কমলা বলয় এখন আঘাতে সাদা হয়ে থাকে

এতটা কারাক আগেও দেখিসনি বটে
এবার প্রেমে পুজো হবে পুনরায় ঘটে পটে।।

#আরিয়ান প্রিয়স পাল

শুভজিৎ

 *শুভজিৎ*

রাত তবু নিঝুম বারতি কেবল ভোর
বিদার নেবে মেঘ আর নিশুতি অন্তর।

বৃষ্টি যদি একলা আসে মেঘ পরে যায় শেষে
চিলেকোঠার ঠোঁটের নীচে গাঙ শালিকের রেশে।

ঝিঝির ডাকে শহর ঝিমোয়, সেতার রাখে জেদ,
স্তম্ভগুলো মিনার ছুঁলে কি আর তাদের ভেদ!

শুদ্ধ মাটির মুক্ত জলে মাছ ভড়ানো জেল
গন্ধ যদি ভীষণ চেনা পচলে থাকে স্মেল।

আমি তবে চওড়া পথে লম্বা থেকেই দেখি,
অন্ধ বনে ছন্দ ফেলে মন সাজানো   শিখি।।

#আরিয়ান প্রিয়স পাল

Friday, 25 June 2021

শ্রেয়া

 *শ্রেয়া*

বৃষ্টি যখন থিতিয়ে আসে শিউলি পাতার ভাঁজে
তারায় নামে উজ্জ্বলতা নম্ন চাঁদের কাছে।

ওই যে দূরে স্বপ্ন কিছু একলা কাটায় দিন,
কাছে গিয়ে দেখলে তাদের দেখায় আরো ক্ষীণ।

মেঘ ছড়ানো উঠুন জুড়ে স্ট্রীট লাইটের ভীড়ে 
দরমা ঘরে ছাউনি ফেলে মন যে উদাস করে।

আসতে যেতে নকল আলোয় রাস্তা জোড়া ভোর,
পিঙ্ক জলেতে সবুজ গাছে মন কেমনের ঘোর।

বসন্ত যে নেই তো এখন আসবে বছর ঘুরে,
তোমার আবার জন্ম হবে অবহেলার জেরে।।

#আরিয়ান প্রিয়স পাল

শ্রেয়সী

 *শ্রেয়সী*

একটা চামেলী গন্ধ শরীর জুড়ে বলাকার মতো পাক খাচ্ছে
ছত্রভঙ্গ চলচ্চিত্রে রঙ্গ অভিনেত্রী এখন লাল ঠোঁটে আখ চিবোচ্ছে।

তবে শ্রেয়সী ইদানিং মেঘেরাও ভাড়া নিচ্ছে আবাস
দুটো কোকিল চুরুট চিবিয়ে মুখে বলছে সাবাস।

আজকাল সভাগুলো যে কোন গন্ধহরণ ব্যবসা
সবাই বলে ওখানে করোনার অবাধ সুব্যবস্থা

এখন সীতার ক্ষেদ রাম যাক একাই বনবাসে, 
বহুকাল তারা আসে নি প্রীতিবসন্ত সঙ্গত বসবাসে।

তবে এটুকু মেনে নিতেই পারো এ বৈশাখ শ্রাবণের আতর
আর তো জৈষ্ট্য বাকি , এবার দিন গোনো প্রহর প্রহর।।

#আরিয়ান প্রিয়স পাল

সামন্ত

 *সামন্ত*

প্রতিটা গল্পের শেষে অনেক কথা জমে আছে
সময় জলের মতো ভিজে দাগ রেখে যায় কাঁচে।

তুমি স্বাভাবিক তবে ঘনঘটা সই অজুহাতেই রাখা,
আমিও দূরত্ব বুঝি তা বলে এটা নয় সবটা ফাঁকা ফাঁকা।

একটা বিরাট কোনঠাসা দুনিয়ায় বিলং করি আমরা
প্রতিবার হারি প্রতিবার জিতি সমান সমাপ্তির অন্তরা।

এতটা সঙ্গতা আগে কখনও দেখেনি এই পৃথিবীতে
এতটা উজ্জ্বল এতটা গম্ভীর তোমায় রাখিনি সম্মুখে।

এভাবেই শেষে হয় কবিতারা, সেখানেই বারংবার
চরিত্রের সমান্তরালে ফুটে সংগোপনতা সীমাহীন সমাহার।।

#আরিয়ান প্রিয়স পাল

দূর্বা

 *দূর্বা*

শরীরটাকে হারিয়ে দিতে আলপনা সয় ক্লান্ত মন,
বৃত্তে গাঁথা ঠোঁটের কাজল নম্ন সাজায় চোখের কোণ।

কৃষ্ণচূড়ায় মিশে গিয়ে লাল আভাতে বাতাস ছুঁয়ো 
আজ সাবেকি কাল অবুঝে এমন যদি হয়েও যাও।

পরিশ্রমের মূল্য পেতে লম্বা সড়ক ঘিটেই নেয়
আমার শহর দক্ষিণে বয় উত্তরীরাও এসেই যায়

সভ্যতারই নরম ধুলোয় গাছের পাতা হলুদ লাশ
কথাও যখন মন্ত্র মাখে বিরাম নিকোয় গভীর শ্বাস

শব্দ যখন ভীষন চেনায় ওড়াও তোমার আপন কেউ
ভেতর যেন উথাল পাথাল ভেঙেই শেখে জলের ঢেউ।।

#আরিয়ান প্রিয়স পাল

রোনককে

 *রোনককে*

সেদ্ধ জলে আকাশ রেখে তোমায় ফেলে দি
তা বলে কি পরিচিতি এটুক রাখিনি।

ছলের বসে ঝাঁকিয়ে বসে একটা রাতই দেখো,
গিটার ফেলে চামচে ঘসে আওয়াজ করা শেখো।

রোনক সেজে একটা আলো জ্যোস্না নামেই হাসে
চাঁদের বুকে মুক্ত শহর রঙ ফেলে দেয় ঘাসে।

এত রাতে প্রেম ছেড়ে ভাই কবিতা কি আর হয়
ছন্দ ছেড়ে মন্দ কথায় পাতা ফেঁসে যায়

যাই বলো ভাই এমন রাতে ওরাও খেতে বসে
দেহের থেকে শরীর ছেড়ে  উড়তে ভালোবাসে।।

#আরিয়ান প্রিয়স পাল

অভিশ্বেতা

 *অভিশ্বেতা*

সময় এসে স্তব্ধ থাকে জামায়
বসত এখন আগ্রহতাই কমায়
এসব আবার কানে শোনাও দহন।

বাঁচার ক্ষিদে সাবধানতাও ভারি
শব্দ তখন আশকারাতেই গাড়ি
কি পেয়েছো আরো বাড়াও খনন!

সভ্যতারই মূল্য চাওয়া ভালো
নেশায় যখন মধ্য আকাশ কালো
শরীর বাঁধায় ব্যস্ত সারাক্ষন।

গ্রন্থ তবে মুখ্য দাগী শিরায়
থমকে এসে পাঁজরগুলো জড়ায়
স্তব্ধ রাখো শেষের কিছুক্ষণ।।

#আরিয়ান প্রিয়স পাল

সহেলী

*সহেলী*

সভ্যতার এই অন্তধামে থমকে থাকা নেই
ছড়িয়ে রাখা শ্রবণ আলো সাজাই সীমাতেই

সাত সুরে তার জন্ম যখন তফাৎ শরীর রেশ
চোখের কাজল ঘরকে চেনায়, চেনায় তলদেশ

জানি তবে রাস্তা বোধহয় আগুন পাখির স্বর
হিসেব তবে তরল করে গানেরই দপ্তর।

জানো এখন রাতের সাথে দিনের বিরাম নেই
জলের স্তরে সমুদ্রতার আভাস সীমাতেই।

সফল হওয়া যতই সহজ এমন বলে ঠিক,
সময়টারই সঙ্গ পেতে লাগে কঠোর দিক।

#আরিয়ান প্রিয়স পাল

শ্রেয়া

*শ্রেয়া*

শহর তবে আলাপ শেখায় সভ্যতার এই গঞ্জে
সুখের ঠোঁটে ভ্রমর বসে আল ছোঁয়াচে রন্ধ্রে।

জানি তবে চেনার মতো অবাক কিছু নেই
স্মৃতি যখন আঁকড়ে ধরে সহজ সীমাতেই।

একটা কথা জেনেই গেছি, বলার কিছু আছে!
স্বপ্ন ছাড়া একটা মানুষ সুস্থ ভাবে বাঁচে?

জানো শ্রেয়া তারার ভীড়ে বৃষ্টি কোথাও নেই
মেঘলা হলে আকাশ পাবে হৃদয় সীমাতেই।

এমন কোনো সন্ধে পেলে রাতকে বিদায় দিও
আপন মনে প্রদীপ জ্বেলে প্রেমের আদর নিও।

#আরিয়ান প্রিয়স পাল

অনীশ

*অনীশ*

আমার বোধহয় ভীষন চেনা তোমার গড়া শহর
ক্লান্ত ঠোঁটে অবুঝ সুখে গোনো তখন প্রহর।

নাইবা তবে নাবিক হলাম তোমার ছাওয়ার দিকে
বিকেল তবে শান্ত বলে ছেটাই জলের ছিটে!

জানো অনিশ রাত্রি এখন সময় গোনা শরীর
পূর্ণিমাতে জ্যোৎস্না এলে মর্যাদা চায় ঘড়ির।

আজ তবে কি সূর্য আসায় লেবুর কথা ফাঁস
মশা এলে গুনগুনিয়ে ইঁদুর খোঁজায় লাশ।

প্রতিবারই চৈত্র এলে অন্নদেবীই আসেন,
এবার এলেন বৈশাখী মেয়ে গণেশ কোলে বসেন।।

#আরিয়ান প্রিয়স পাল

তিয়াস

 *তিয়াস* এমন রূপ ওই চোখ রাত ভেঙে নামায় ঠোঁটে প্রতি রাতের বাধন শেষে ভোরের ফুল ফোঁটে। প্রহর শেষ হয়ে আসে সেই দিগন্তের চেনা ডাকে, কঠিন খেয়াল...